প্রকাশিত: Sun, Dec 4, 2022 3:55 PM
আপডেট: Wed, May 7, 2025 5:35 AM

বিশ্বকাপ নিয়ে মেতেছেন ঢালিউডের তারকাও

ইমরুল শাহেদ: বিশ্বজুড়ে এখন চলছে বিশ্বকাপ ফুটবল ফোবিয়া, যার ঢেউ আছড়ে পড়েছে এদেশের গø্যামার জগতেও। তারকারা নিজ নিজ ফেভারেট দল নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং তাদের অনেকেই নিজ নিজ সমর্থিত দলের জার্সি পরে ছবিও পোস্ট করছেন। তবে বিশ্বকাপ ফুটবলে ৩২টি দল খেললেও এদেশের গৃহকোণ থেকে রাজপথ পর্যন্ত জনপ্রিয় মাত্র দুটি দল। একটি আর্জেন্টিনা ও অপরটি হলো ব্রাজিল। স্পেন, জার্মানি, পর্তুগাল, ইংল্যান্ড, ইরানসহ আরো কয়েকটি দলের প্রতি সমর্থন থাকলেও সেটা তেমন প্রবল নয়। উল্লেখ করার বিষয় হলো ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ১৫ হাজার ৯১৫ কিলোমিটার এবং আর্জেন্টিনার সঙ্গে ১৭ হাজার ৫০ কিলোমিটার। ফুটবল প্রেমীদের কাছে এই দূরত্বকে কেউ দূরত্বই মনে করছেন না। পছন্দের খেলোয়াড়টি যেন তার ঘরের পাশেই থাকে। পরীমনিকে দেখা গেল আর্জেন্টিনার খেলোয়াড় মেসির ছবির সামনে দাঁড়িয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে। পূজা চেরি গণমাধ্যমকে বলেছেন তিনি মেসির প্রেমে পড়ে গেছেন। এছাড়া আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে দেখা যাচ্ছে, শাকিব খান, জায়েদ খান, নীরব, তানহা তাসনিয়া, চঞ্চল চৌধুরী, অমিত হাসান, চমক তারা, প্রিয়াংকা জামান, ইমন প্রমূখকে। একইসঙ্গে ব্রাজিলের সমর্থক হিসেবে দেখা যাচ্ছে অপু বিশ্বাস, অপূর্ব, আসিফ আকবর, ফজলুর রহমান বাবু, ওমর সানি, মৌসুমী, বিদ্যা সিনহা মিম প্রমূখ। আরো অনেকে আছেন, যাদের নাম এখানে লিপিবদ্ধ করা যায়নি। একজন নায়িকা বলেছেন, তিনি মেসির জন্য আর্জেন্টিনার সমর্থক নন। তার ফেভারিট হলেন ম্যারাডোনা। ছোটবেলায়ই তিনি রাত জেগে ম্যারাডোনার খেলা দেখতেন। তবে তিনি মনে করেন, মেসি কিছুতেই ম্যারাডোনার স্থলাভিষিক্ত হতে পারেন না। মেসি একজন তুখুড় খেলোয়াড়, যিনি নিজেই নিজের বৈশিষ্ঠ্যে বিশিষ্ট। ব্রাজিলও আপন বৈশিষ্ঠ্যে ভাস্বর। এদেশের দর্শক চান, আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যেই চ‚ড়ান্ত পর্বের খেলাটা হোক। তার একটা বাদ গেলেই এই বিশ্বকাপ তাদের কাছে ¤øান হয়ে যাবে। সম্পাদনা: খালিদ আহমেদ